0 Item | Tk.0
2

ডায়বেটিস নিয়ন্ত্রণ ও তারুণ্য ধরে রাখতে মহৌষধ ন্যাচারালস মেথি গুড়া।

মেথি-স্বাদে তেতো কিন্তু ভীষণ উপকারী। তাই একে খাবার না বলে পথ্য বলাই ভাল। এতে রয়েছে রক্তের চিনির মাত্রা কমানোর বিস্ময়কর শক্তি ও তারুণ্য ধরে রাখার অবিশ্বাস্য ক্ষমতা।

উপকারিতাসমূহঃ

  1. রক্তে গ্লুকোজ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে ম্যাজিকের মতো কাজ করে মেথি। এর অ্যামাইনো এসিড অগ্ন্যাশয়ে ইনসুলিন ক্ষরণে সহায়তা করে। এতে দেহে গ্লুকোজের পরিমাণ হ্রাস পায়।
  2. মেথিতে রয়েছে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, পটাসিয়াম, ভিটামিন সি ও নিয়াসিন। ত্বককে রাখে সতেজ, টানটান বার্ধক্য দূরে ঠেলে তারুণ্যকে দীর্ঘস্থায়ী করে।
  3. নারীদেহকে সুন্দর ও সুগঠিত করে।মেথিতে রয়েছে সাইটো-ইস্ট্রোজেন,যা নারীদেহে প্রোলাকটিন নামের হরমোনের মাত্রার বৃদ্ধি ঘটিয়ে সুন্দর দেহ গঠনে সাহায্য করে।
  4. প্রসব পরবর্তি ব্যাথা, ব্যাথাযুক্ত মাসিক, স্ত্রী জননাঙ্গের বিভিন্ন সমস্যায় কার্যকর।
  5. মেথি ত্বকের লাবন্য ফিরিয়ে আনতে ও উজ্জলতা বৃদ্ধিতে খুবই উপকারী।
  6. নিয়মিত মেথি খেলে পেটে কৃমি হয় না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
  7. মেথি আয়রনসমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা, অর্থাৎ অ্যানিমিয়া রোগের পথ্য হিসেবে কাজ করে।
  8. মাতৃদুগ্ধ বাড়াতে ঔষুধের বিকল্প মেথি। সদ্য মা হওয়া নারীর জন্য মেথি উপকারী।
  9. ক্যানসার প্রতিরোধে কাজ করে মেথি, বিশেষ করে স্তন ও কোলন ক্যানসার প্রতিরোধে মেথি কার্যকর।
  10. মেথি পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়ায়।

খাওয়ার নিয়মঃ

১ চা চামচ মেথি ১ কাপ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে খেতে হবে।

ন্যাচারালস মেথি গুড়ার বিশেষত্বঃ

প্রিমিয়াম মেথি বীজ সংগ্রহ করে যথাযথ উপায়ে বাছাই,স্বাস্থ্যসম্মত ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াজাত করে ন্যাচারালস মেথি গুড়া প্রস্তুত হয়।এতে কেমিক্যাল,প্রিজারভেটিভ ও ভেজাল উপাদানের মিশ্রণ নেই।ন্যাচারালস মেথি গুড়া শতভাগ প্রাকৃতিক ও নিরাপদ।

ন্যাচারালস মেথি গুড়া পণ্যটি পেতে ক্লিক করুনঃ ন্যাচারালস মেথি গুড়া

2 Comments

  1. infobd97 November 4, 2020 Reply

    Good

  2. Md. Abu Saleh August 25, 2022 Reply

    মেথি গুড়া বিজিয়ে ছেকে নির্জাস ফেলে খেতে হবে কি?

Leave a Comment

Your email address will not be published.